বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) আহ্বানে ওষুধের দোকানে ধর্মঘটে গতকাল বৃহস্পতিবার সারা দিন ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাত ১০টা পর্যন্ত এই ধর্মঘট ডাকা হলেও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বিসিডিএস। সে অনুযায়ী সন্ধ্যা ছয়টার পর ওষুধের দোকান খুলেছে। তবে রাজধানীতে ওষুধের পাইকারি বাজার মিটফোর্ড রোডের দোকানগুলো স্বাভাবিক সময়ে সন্ধ্যায় বন্ধ হয়ে যায় বলে সেগুলো আর খোলেনি। কারাদণ্ড...

